চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চার চোরের খপ্পরে সালমান!

সালমানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। যেখানেই তিনি যান, সেখানেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। তবে অন্য সব দিনের চেয়ে ব্যতিক্রম এক ঘটনা ঘটে গিয়েছিল ২০১৫ সালে। চার নারী ভক্ত সালমানকে ঘিরে ধরে চুরি করেছিলেন তার মূল্যবান জিনিসপত্র।

বান্দ্রার একটি জনপ্রিয় নাইট ক্লাবে এই ঘটনা ঘটে। চার তরুণী নিজেদেরকে সালমানের ভক্ত বলে দাবি করেন। সালমানের সঙ্গে আলাপে মেতে ওঠেন তারা। সালমান ভক্তদের কখনই নিরাশ করেন না। তাই কাছাকাছি একটি টেবিলে নিজের জিনিসপত্র রেখে ওই চার তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু তরুণীরা চলে যাওয়ার পরই তিনি লক্ষ্য করেন, টেবিল থেকে তার জিনিসপত্র উধাও। ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। সালমানের যে জিনিসগুলি চুরি হয়েছে তার মধ্যে ছিল ওয়ালেট,সানগ্লাস এবং একটি পেনডেন্ট।

Bkash July

নিরাপত্তারক্ষীরা থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন সালমানকে। কিন্তু পুলিশে অভিযোগ জানাতে রাজি হননি অভিনেতা।

২০২৩ সালের ঈদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাবে সালমানের ‘টাইগার থ্রি’। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।

Labaid
BSH
Bellow Post-Green View