বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। সোমবার রাতে এমনই এক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগ।
সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে চাকরি দেয়ার নামে প্রতারণাকারী চক্রের চার জন সদস্যকে গ্রেফতার করা হয়। প্রেপ্তার হওয়া ৪ জন হলেন- মাহাবুবুর রহমান ভূঁইয়া, খালেদ মাহাবুব, রিয়াজ উদ্দিন ও মোঃ বাচ্চু মিয়া।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
সুমন কান্তি চৌধুরী বলেন: প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে টাকার বিনিময়ে চাকরি দেয়ার নামে জালিয়াতি করে আসছিল। চাকরি দেয়ার নামে তারা প্রতারণামুলকভাবে ভুয়া নিয়োগপত্র দিত।

গ্রেপ্তারের সময় তাদের নিকট থাকা জাতীয় পরিচয়পত্র, সরকারি নন জুডিশিয়াল স্ট্যাম্প, সীল, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ সংক্রান্তে দলিলপত্র উদ্ধার করা হয়।