চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চট্টগ্রামের ভাষায় সুমন কল্যাণের পূজার গান

রাত পোহালেই শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজা। আর এবারের পূজাকে সামনে রেখে একটি বিশেষ গান নিয়ে আসছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ।

পূজা উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সুমনের বিশেষ গান-ভিডিও ‘সই’।

Bkash July

নিজের বেড়ে ওঠার শহর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানটি গেয়েছেন তিনি। আর গানটির কথা লিখেছেন চট্টগ্রামেরই সন্তান দেশের প্রখ্যাত গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।

গানটির ভিডিওতে সুমন কল্যাণের ‘সই’ হয়ে অভিনয় করেছেন আনিলা তানজুম। ভিডিওটি পরিচালনা করেছেন মো. রাসেল আবির। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশা খান দূরে।

Reneta June

গায়ক সুমন কল্যাণ বলেন, মায়ের সূত্র ধরে আমার জন্ম, বেড়ে ওঠা-সবই চট্টগ্রামে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইতে সব সময়ই ভালো লাগে। এবারের গানটি শ্রোতাদের জন্য পূজার উপহার। গানের সঙ্গে ভিডিও মিলিয়ে খুব এন্টারটেইনিং একটা কাজ হয়েছে। গানের উৎসবের আমেজ পাবেন শ্রোতারা। চট্টগ্রামের শ্রোতারা পাবেন বাড়তি আনন্দ।

গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, নিজের তথা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান লেখাটা সব সময় উপভোগ করি। এই গানটি লিখেছি বছর দেড়েক আগে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মধ্যেও কিছু কথা আছে যা অনেকেই মোটামুটি বুঝতে পারে। তেমন কথা দিয়েই গানটি সাজিয়েছি। গানের গল্প মূলত একজন প্রেমিক তার প্রিয়তমার খোঁজ জানতে চাইছে। সুমন দারুণ গেয়েছে। আশাকরি সবাই পছন্দ করবে।

Labaid
BSH
Bellow Post-Green View