রাজধানীর গুলিস্তানে ককটেল হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু কমপ্লেক্সের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) তারেক আহমেদ জানান, আহতদের মধ্যে আছেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন চৌধুরী (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৫)।
হামলার বিষয়টি নিশ্চিত করে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন: ককটেল বিস্ফোরণে তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, আহত তিন পুলিশ সদস্যকে ঢামেকে নিয়ে এসে চিকিৎসা দেয়া হচ্ছে।
তাদেরকে দেখতে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।