জানভি কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিটি নিয়ে নাখোশ ভারতীয় বিমানবাহিনী। তাদের দাবি ছবিতে বিমানবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা ভারতের প্রথম নারী পাইলট, যিনি ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন। তার জীবন নিয়েই নির্মাণ করা হয়েছে এই ছবি।
ছবিতে বেশ কিছু যুদ্ধের দৃশ্য আছে। এসব দৃশ্যে দেখানো হয়ে বিমান বাহিনীর পুরুষরা একেবারেই কাজের না। মূল চরিত্রটিকে ফুটিয়ে তুলতে এই কাজটি করা হয়েছে। কিন্তু বিষয়টি একেবারেই পছন্দ হয়নি ভারতীয় বিমানবাহিনীর।
ধর্ম প্রোডাকশন নিয়ে ভারতীয় বিমানবাহিনী তাদের আপত্তির কথা জানিয়ে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ডে চিঠি দিয়েছে। একই চিঠি দেয়া হয়েছে নেটফ্লিক্স ও ধর্ম প্রোডাকশনে।
১২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নির্মাতা শরণ শর্মার প্রথম ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’।