চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গাজীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

গাজীপুর মহানগরের কাশিমপুর পানিশাইল সোনালীপল্লী এলাকা থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। নিহতরা হলেন, মোশাররফ হোসেন মোশায়েদ (২৮), স্ত্রী হোসনা আক্তার (২২), দুই মাস বয়সী কন্যা মোহিনী আক্তার।

নিহতের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার বড় গোবিনাথপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মোশাররফ মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাদের মিলিয়ে দিয়ে যায়। সকালে তারা জানতে পারে সবাই নিহত।

স্ত্রী ও মেয়ে কে বিষ খাইয়ে হত্যার পর মোশাররফ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

Labaid
BSH
Bellow Post-Green View