চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কড়াইল বস্তিতে টিকা দেওয়া শুরু

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তিতে বস্তিবাসীর জন্য করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  ১৮ বছরের ওপরে যেকোনো বস্তিবাসী টিকা নিতে পারবেন। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, আজ প্রথম দিন ২৫টি বুথে ১৫ হাজার টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে ২০ হাজার টিকা মজুদ থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ৫ লাখ টিকা পেয়েছেন বলে জানান এই কর্মকর্তা। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে লক্ষাধিক বস্তিবাসীদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View