ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ের পর এবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) নবনির্বাচিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানালো।
বুধবার ৫ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব অফিসে নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বঙ্গবন্ধুর ছবি টানান।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল চ্যানেল আই অনলাইনকে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করি। তাই দলমত নির্বিশেষে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার কার্যক্রম শেষে অনুষ্ঠানিকভাবে ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়।
এর আগে ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাবের বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এসময় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আবুল খায়ের, সাবেক উপদেষ্টা শেখ নজরুল ইসলাম, সিনিয়র সদস্য শহীদুল ইসলামসহ ক্র্যাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ তাদের বক্তব্যে ক্র্যাবের সকল কর্মকাণ্ডে নিজেদের সক্রিয় রাখাসহ যেকোন প্রয়োজনে ক্র্যাবের উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আর্ন্তাাতিক পরিমণ্ডলে পৌঁছে দেয়া ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নতুন কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গত ৭ ডিসেম্বর ২৬ বছর পর প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে। সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ কার্যলয়ে এই ছবি টানানো হয়।