ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উপড়ে পড়েছে অনেক গাছ, তলিয়ে গেছে শহরও।
ভারী বৃষ্টিপাতে ভারতের কেরালার ইদ্দুকি ও কোট্টায়াম জেলায় ভূমিধস হয়েছে। কোট্টায়ামে অনেক বাড়ি পানিতে ভেসে গেছে, আটকা পড়েছে অনেক মানুষ। সেখানে এখনও ১২ জন নিখোঁজ রয়েছে।

জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া ফোর্স ছাড়াও সেনা, নৌ এবং বিমানবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
কেরালাতে রাতেও ক্রমাগত বৃষ্টিপাত হয়েছে, তবে সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানকার মূখ্যমন্ত্রী পিনারাই ভিজারানের সঙ্গে বৃষ্টি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, কর্তৃপক্ষ আহত ও আক্রান্তদের জন্য কাজ করছে।