চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কারাগারে ‘নবাব এলএল.বি’র নির্মাতা অনন্য মামুন

‘নবাব এলএল.বি’ ছবিতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নির্মাতা অনন্য মামুন…

সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘নবাব এলএল.বি’তে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নির্মাতা অনন্য মামুন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএল.বি’ ছবিতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক অন্যন্য মামুনকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে মিরপুরের বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় (নং-১১) গ্রেপ্তার দেখানো হয়।

Bkash July

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে অনেক হাঁকডাকের পর বিজয় দিবসের রাতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে অনন্য মামুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএল.বি’ মুক্তি পেলেও হিতে বিপরীত ঘটে। কারণ, সিনেমার পুরো টিকেটের মূল্য নিয়ে অ্যাপে অর্ধেক সিনেমা মুক্তি দেন নির্মাতা! যে কারণে ক্ষুব্ধ হতে দেখা যায় দর্শকসহ ছবির অভিনেতা-অভিনেত্রীদেরও।

Reneta June

অর্ধেক সিনেমা মুক্তি নিয়ে তখন পরিচালক যুক্তি দেখিয়ে বলেন,‘পুরো টাকা নিয়ে অর্ধেক সিনেমা দিচ্ছি না। একই টাকায় ১ জানুয়ারি দ্বিতীয় অংশ দেখতে পাবেন দর্শক। যেহেতু সিনেমার লেন্থ লম্বা তাই দুই অংশে দেখাচ্ছি। একবারে পুরোটা দেখলেই দর্শক বোরিং হতে যাবে। তাই দুই অংশে ভাগ করেছি।’

দর্শকের সঙ্গে এমন প্রতারণায় বিরক্ত হয়ে তখন মুখ খুলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খানও। অর্ধেক সিনেমা মুক্তির বিষয়টিকে তিনি ‘সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র’ বলেও উল্লেখ করেন।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘নবাব এলএল.বি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য করেন অনন্য মামুন। ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেন মাহিয়া মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ISCREEN
BSH
Bellow Post-Green View