করোনা ভ্যাকসিনের ব্যবসা করে নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার এক ক্যাম্পেইন গ্রুপ এ তথ্য জানিয়েছে। তারা বলছে, ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনগুলো ভ্যাকসিন প্রযুক্তিতে একছত্র আধিপত্য তৈরি করে রেখেছে।
এনডিটিভি তথ্য মতে, পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স এক বিবৃতিতে বলেছে, ‘এই ভ্যাকসিন ব্যবসায়ীদের মধ্যে ৯ নতুন বিলিয়নিয়ার সব মিলিয়ে ১৯.৩ বিলিয়ন ডলার আয় করেছেন। এই অর্থে স্বল্প আয়ের দেশগুলোর সব নাগরিককে পুরোপুরি ভ্যাকসিনেশনের আওতায় নেওয়া সম্ভব।’
এই অ্যালায়েন্স বেশ কিছু সংগঠনের সমষ্টি, যারা পেটেন্ট অধিকারের বিরোাধীতা করে আসছে। এই অ্যালায়েন্সের অংশ চ্যারেটি অক্সফামের অ্যানা ম্যারিয়ট বলেন, ‘মনোপলির কারণেই এই বিলিয়নিয়াররা বিপুল মুনাফা করছেন।’
এই ৯ জনের বাইরে এই খাতে আগে থেকে থাকা ৮ বিলিয়নিয়ারের মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩২.২ বিলিয়ন ডলার। নতুন ভ্যাকসিন বিলিয়নিয়ারদের শীর্ষে আছেন মডার্নার সিইও স্টিফেন বানকেল। এরপরেই আছেন আয়োএনটেকের উগুর শাহিন। এছাড়াও আছেন চীনের কানসিনো বায়োলজিকসের সহ-প্রতিষ্ঠাতারা।