বাজারে শাক-সবজির যথেষ্ট যোগান রয়েছে বলে জানালেন বিক্রেতারা।
ঢাকার কৃষি মার্কেটের ফল বিক্রেতা মোমিন বলেন, ক্রেতা কম, কিন্তু দাম বেশি হওয়ায় পুষিয়ে নেয়া যাচ্ছে।
পঁচে যাওয়া আঙুর দেখাচ্ছেন এক বিক্রেতা। দেশের বাইরে থেকে এখন আঙুর আমদানি বন্ধ। কয়েকজন আঙুর স্টক করে রেখেছিলেন বেশি দরে বিক্রি করবেন ভেবে। কিন্তু বেশির ভাগ আঙুর পঁচে যাচ্ছে।
মদিনা বেগম আগে সবজি বিক্রি করতেন, কিন্তু এই সময়ে মাস্ক, গ্লাভসের চাহিদা বেশি হওয়ায়— এইসব বিক্রি করছে। বেচা-
বিক্রি ভালো।
শুটকি বিক্রি আশঙ্কাজনক ভাবে কমে গেছে বলে জানালেন বিক্রেতা, বলছেন, ‘বিক্রি না হলে শুটকি নষ্ট হয়ে গেলে, খুব লোকসানে পড়তে হবে।’
পথে, বাজারে অনেককেই এভাবে মাস্ক পরে নাক-মুখের নীচে রেখে দিতে দেখা গেছে। নারীটি জানান, মাস্ক পরে শ্বাস নিতে কষ্ট হয়, তাই মাস্ক তিনি নাকের নীচে পরেছেন।
সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হলেও বাজারে লোকের ভীড় দেখা গেছে। কেউ কেউ শিশুদেরও বাজারে নিয়ে আসে।
প্রথম দিকে লেবুর খুব চাহিদা থাকায় বাজারে প্রচুর লেবু আসে। কিন্তু এখন ক্রেতার পরিমাণ কমে গেছে, তাই লেবু দাম কিছুটা কম।

বিজ্ঞাপন