করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ১২
করোনাকালীন সময়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছেন প্রসুতি মায়েরা। সন্তান জন্মদানের আগেই অনেক মা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। আর এই প্রসুতি মায়েদের জীবন বাঁচাতে ঢাকা মেডিকেল কলেজের কোভিড প্রসুতি ইউনিটে কাজ করছেন একদল চিকিৎসক। তাদেরই একজন গাইনী ডাক্তার উম্মে নাজমিম ইসলাম।