চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কওমি মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনা মহামারি পুনরায় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কওমি মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এই নির্দেশনার কথা জানিয়েছেন।

Bkash July

শিক্ষামন্ত্রী বলেন: করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। যার অন্যতম একটি নির্দেশনা হচ্ছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালু রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন ভাইরাসের সংক্রমণ বহুগুণ বেড়ে গেছে এবং মৃত্যুর হার বেড়ে গেছে। এই অবস্থায় সরকার নতুন করে এই নির্দেশনা দিলো। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কওমি মাদ্রাসাগুলোও অন্তর্ভুক্ত।

Labaid
BSH
Bellow Post-Green View