জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেছেন, ওয়াজ মাহফিল বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি। এই সংস্কৃতিকে নির্মূল করে দেয়ার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের মানুষের ওপর বাহির থেকে নিয়ে আসা অপসংস্কৃতি চাপিয়ে দেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক প্রকাশিত শ্বেতপত্রের মাধ্যমে আলেম ওলামাদের অসন্মানিত করা হয়েছে।

তিনি অভিযোগ করেছেন, শ্বেতপত্রে দেশের শীর্ষস্থানীয় ১১৬ জন আলেমকে ‘ধর্ম ব্যবসায়ী’ হিসাবে অবহিত করা হয়েছে। যা খুবই দু:খজনক।
বিজ্ঞাপন
তিনি অবিলম্বে শ্বেতপত্রের সাথে জড়িত ঘাতক দালাল নির্মূল কমিটি ও জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের সদস্যদের বিচার দাবি করেছেন।