শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে ভাসছে নানা স্মৃতি আর একের পর এক শোকবার্তা।
কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোক ও স্মৃতি জানিয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, “বাচ্চু ভাইয়ের সাথে পরিচয় অনেক দিনের, ঘনিষ্ঠতা ৬/৭ বছরের। অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। গতরাতের আগের রাতেও রংপুরে অনেক সময়ে ধরে আড্ডা দিলাম। একই ফ্লাইটে গতকাল দুপুরে রংপুর থেকে ঢাকায় ফিরেছি। আজ সকালে ঘুম থেকেই উঠে প্রথম সংবাদ বাচ্চু ভাই নেই।
প্রতিটি মৃত্যুই কষ্টের, বেদনার। আবার যদি সেটি কাছের মানুষের হয় সেই কষ্টে বুক ভেঙ্গে যায়। মানুষ মনে হয় মৃত্যুর আগে বুঝতে পারে। ঐদিনের আড্ডায় উনি খুবই মনমরা ছিলেন, খুব একটা প্রাণবন্ত ছিলেন না। যদিও ওখানে কনসার্টে লাখ মানুষকে মাতিয়েছেন। গানবাংলা টেলিভিশনের করা কনসার্টটিই মনে হয় শেষ কনসার্ট।ওখানেই গাইলেন ……
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ
হাসির শেষে
নীরবতা…
চিরদিনের জন্য নীরব হয়ে যাওয়া বাচ্চু ভালো থাকবেন। আপনার গান শুনে বড় হওয়া আমরা আপনাকে অনেক মিস করবো।”
