বিজ্ঞাপন
গেল বছরেই ঘোষণা এসেছিল সালমান খানের আসন্ন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র। অবশেষে সম্প্রতি শুরু হলো আসন্ন এই সিনেমাটির শুটিং। এবার প্রকাশ্যে এলো সালমানের সেই ছবিরই ফার্স্ট লুক।
শনিবার (১৪ মে) সালমান নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আসন্ন সিনেমায় তার লুক প্রকাশ্যে আনেন। যদিও পোস্টে সালমান উল্লেখ করেননি ছবিটি তার কোন সিনেমার লুক!
তবে লিখেছেন যে, ‘আমার নতুন ছবির শুটিং শুরু’। যা থেকেই ধারণা করা হচ্ছে এটি সালমানের আসন্ন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’রই লুক।
ছবিটিতে সালমানকে ক্ষাণিকটা ভিন্ন অবতারে দেখা গেছে। পরনে কালো জ্যাকেট, মাথায় বড় চুলে বেশ অ্যাকশনে মুডে দেখা মিলেছে তার। ফলে ছবিটির কমেন্ট সেকশনে কমেন্টের ছড়াছড়ি উঠে পড়েছে।
আসন্ন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিটিতে সালমানের সঙ্গে আরও দেখা যাবে পূজা হেগড়ে ও আয়ুশ শর্মাকে। এছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। ফরহাদ সামজি পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ৩০ ডিসেম্বর।
বিজ্ঞাপন