চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমিতে সেরা ‘তেহরান’, পুরস্কার পেলেন না নওয়াজ

আন্তর্জাতিক এমি পুরস্কারের ৪৯ তম সংস্করণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাসা সিপ্রিয়ানিতে অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। উৎসবে সেরা ড্রামা বিভাগে পুরষ্কার জিতে নিয়েছে ইসরায়েলের ছবি ‘তেহরান।’

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে তাকে হারিয়ে ‘ডেস’-এর জন্য পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা ডেভিড টেন্যান্ট।

Bkash July

এক নজরে দেখে নিন পুরস্কার জয়ীদের তালিকা।

সেরা অভিনেত্রী: হেইলি স্কুইরস (অ্যাডাল্ট ম্যাটেরিয়াল-যুক্তরাজ্য)
সেরা অভিনেতা: ডেভিড টেন্যান্ট (ডেস-যুক্তরাজ্য)
কমেডি: কল মাই এজেন্ট সিজন ফোর (ফ্রান্স)
ডকুমেন্টারি: হোপ ফ্রোজেন: অ্যা কোয়েস্ট টু লিভ টোয়াইস (থাইল্যান্ড)
ড্রামা সিরিজ: তেহরান (ইসরায়েল)
নন ইংলিশ প্রাইমটাইম প্রোগ্রাম: টুয়েন্টিফার্স্ট অ্যানুয়াল ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড (যুক্তরাষ্ট্র)
নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট: দ্য মাস্কড সিঙ্গার (যুক্তরাজ্য)
শর্ট-ফর্ম সিরিজ: ইনসাইড (নিউজিল্যান্ড)
টেলিনোভেলা: দ্য সং অব গ্লোরি (চায়না)
টিভি মুভি/ মিনি সিরিজ: আটলান্টিক ক্রসিং (নরওয়ে)
আর্টস প্রোগ্রামিং: কুবরিক বাই কুবরিক (ফ্রান্স)

Labaid
BSH
Bellow Post-Green View