চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এনগিডির দুঃসময় বাড়াল করোনা

কোভিড পজিটিভ হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে প্রোটিয়া পেসার লুনগি এনগিডির।

গত জুলাইয়ে শেষবার মাঠে নেমেছিলেন। এরপর থেকে সাউথ আফ্রিকার জার্সি গায়ে জড়ানো সুযোগ হয়নি এনগিডির। কখনও নিজেকে সরিয়ে রেখেছেন স্কোয়াড থেকে, কখনও একাদশে জায়গা মেলেনি। দুঃসময়টা বাড়াল করোনা।

Bkash July

প্রোটিয়া বোর্ড-সিএসএ নিশ্চিত করেছে, করোনা পজিটিভ হওয়ার কারণে ডাচদের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে নামা হচ্ছে না এনগিডির।

২৫ বর্ষী সাউথ আফ্রিকান পেসার গত জুলাইয়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ব্যক্তিগত কারণে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

Reneta June

আরব আমিরাতে বসা টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে অবশ্য ছিলেন। কিন্তু একাদশে জায়গা মেলেনি কোনো ম্যাচেই। প্রোটিয়ারা সুপার টুয়েলভে টুর্নামেন্টে শেষ করে। তাদের গ্রুপ থেকে সেমিতে যাওয়া অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট জমাতে পারলেও রানরেটে পিছিয়ে সেরা চারে যাওয়া হয়নি সাউথ আফ্রিকার।

করোনা পজিটিভ এনগিডি কোনো শারীরিক ঝামেলায় নেই বলে জানিয়ে সিএসএ। বদলি হিসেবে ৩১ বর্ষী পেসার কার্ল জুনিয়র ডালাকে ডেকেছে নির্বাচকরা।

চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরেক পেসার লিজার্ড উইলিয়ামসও। তার বিকল্প ডাকা হয়নি এখন পর্যন্ত।

শুক্রবার সুপারস্পোর্টস পার্কে প্রথম ওয়ানডেতে নামবে সাউথ আফ্রিকা। ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর একই ভেন্যুতে পরের দুটি ম্যাচে মুখোমুখি হবে দুদল।

সাউথ আফ্রিকা দল: কেশভ মহারাজ (অধিনায়ক), ডারিয়ান ডুপাভিল্লোন, জুবায়ের হামজা, রিজা হেনড্রিকস, সিসান্ডা মাগালা, জানেমান মালান, ডেভিড মিলার, জুনিয়র ডালা, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকোয়ও, ওয়ায়েন পারনেল, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি, কাইল ভেরেয়ান্নে (উইকেটরক্ষক), খায়া জোন্ডো।

Labaid
BSH
Bellow Post-Green View