এখনও সামাজিকভাবে রোগটি সংক্রমিত হয়নি: আইইডিসিআর পরিচালক
গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হিসেবে শনাক্ত হননি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৪ জন। মোট সুস্থ বাড়ি ফিরে গেছেন ১৫ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে মারা যাননি। শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।