মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ ও পপ তারকা জাস্টিন বিবারের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে বহু আগেই। এমনকি সম্পর্কের ইতি টেনে একে অপরের সাথে আর যোগাযোগও রাখেননি।
তবে সম্প্রতি গুঞ্জন উঠে আবারো এক হতে যাচ্ছেন তারা! তবে সেটা ব্যক্তিগত জীবনে নয় বরং একটি মিউজিক ভিডিওতে। তবে সেটাও ভেস্তে গেল!
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ডিজে খালিদ এবং ড্রেকের একটি গানের মিউজিক ভিডিও। যার টাইটেল হলো ‘পপস্টার’। সেই গানেরই ভিডিওতে ঠোঁট মিলাতে দেখা গেছে বিবারকে। যেখানে সেলেনারও দেখা পাওয়া গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষমেশ আর এমনটি হয়নি।
এদিকে গানটির একদম শেষে বিবারের সাথে দেখা গেছে তার স্ত্রী হেইলি ব্যাল্ডউইনকে। যেটি দর্শকদের বেশ অবাক করেছে!