মেডিকেল ফাইনাল ইয়ারের শিক্ষার্থী জারিনের বয়স মাত্র ২৩ বছর। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত আড়াই মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন! তার একিউট মায়েলোব্লাস্টিক লিউকেমিয়া যা এক ধরনের ব্লাড ক্যান্সার এখন মধ্যম পর্যায়ে। এ রোগের চিকিৎসায় খরচ হবে কমপক্ষে ৮০ লাখ টাকা। কিন্তু তা জোগানো জারিনের পরিবারের সাধ্যের বাইরে। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে জীবন বাঁচানোর আকুতি জানিয়েছেন।
জারিনের পুরো নাম জারিন তাসনিম রাফা। পড়ছেন আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে।
প্রধানমন্ত্রীর কাছে লেখা এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী! আজ না পেরে বাধ্য হয়ে আপনার কাছে খোলা চিঠি লিখছি। আমি জানিনা, ঠিক কোন ঠিকানায় আর ফোন নম্বরে আমি আপনাকে খুঁজে পাবো। তাই খোলা চিঠি লিখে দিলাম, কেউ যদি দয়া করে আমার এই আহাজারি আপনার নিকট পৌছায়!’ খোলা চিঠিতে তিনি আরো লিখেছেন, ‘আমি বিখ্যাত সাবিনা ইয়াসমিন না, আমি ছোটখাটো একজন মেডিকেল ছাত্রী। তাই বলে কি আমার জীবনের কোন মূল্যই নেই? বেঁচে থাকলে দেশের জন্য আমি কি কিছুই করতে পারতাম না? আমিও তো মেডিকেল কমিউনিটিরই একজন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর প্রহর গুণছি। এক একদিন সময় আমার জীবনের প্রদীপ নিভিয়ে দিচ্ছে ধীরে ধীরে
তিনি প্রধানমন্ত্রীকে ‘দেশমাতা’ সম্বোধন করে লিখেছেন, ‘দেশমাতা! আপনি কি এই অসহায় মেয়েটির বেঁচে থাকার এই যুদ্ধে শামিল হবেন?’ জারিন সবার প্রতি আকুতি জানিয়ে বলেছেন, ‘যদি কেউ পারেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাকে বাঁচাতে এগিয়ে আসুন। আল্লাহর ইচ্ছায় সবাই যদি এগিয়ে আসেন আমি ক্যান্সারকে হারিয়ে নিশ্চয়ই জয়ী হবো।’
চিকিৎসকদের প্রতি অনুরোধ ও তাদের দৃষ্টি আকর্ষণ করে জারিন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমার একটা প্রশ্ন পুরো ডাক্তার সমাজের কাছে! একজন ভবিষ্যৎ ডাক্তার মারা যাচ্ছে টাকার অভাবে, আপনারা চেয়ে চেয়ে দেখবেন? দেশের লক্ষাধিক প্রফেসর, ডাক্তাররা এগিয়ে আসলে কি আমি বাচঁতে পারতাম না? মৃত্যুর আগে এই প্রশ্নটা রেখে গেলাম।’
জারিনকে সহায়তা পাঠানোর ঠিকানা:
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:
Jarin Tasnime Rafa
সাউথ ইস্ট ব্যাংক বনশ্রী ব্রাঞ্চ
সঞ্চয়ী হিসাব নম্বর-০০১২৭০০০০০০০৯
ফোন নম্বর: ০১৫৩৪৯৫৩৯৩৫ (বিকাশ)
রকেট একাউন্ট: ০১৫৩৪৯৫৩৯৩৫-৮