চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘এক বৈশাখ’ নির্মাতার পরিচালনায় দুই সুপারস্টারের অভিষেক!

‘এক বৈশাখ’ নির্মাতার পরিচালনায় অভিষেক হচ্ছে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার-২০১৮-এর দুই তারকার

KSRM

‘এক বৈশাখ’-এর নির্মাতা চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার-২০২৮ এর দুই প্রতিযোগীকে নিয়ে কাজ করছেন। বুধবার শুরু হয়েছে ‘সেরের ওপর সোয়া সের’ এর কাজ। যেখানে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার চতুর্থ নাবিলা আফরোজের অভিনয় অভিষেক ঘটছে। অন্যদিকে ৫ জুন মঙ্গলবার একই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মিম মানতাশার নতুন কাজ শুরু হবে। দুটো কাজেরই রচয়িতা এবং নির্মাতা তুহিন হোসেন।

‘সেরের ওপর সোয়া সের’ নাটকে নাবিলা অভিনয় করছেন জোভানের সঙ্গে। এখানে মা-বাবার সঙ্গে চালাকি করতে গিয়ে নিজেরাই চালাকির ফাঁদে পড়ে নাবিলা ও জোভান। নাটকটিতে আরও অভিনয় করছেন আফরোজা বানু।

Bkash July

অন্যদিকে ‘টোনাটুনির প্রেম’ নাটকে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার-২০১৮ এর চ্যাম্পিয়ান মিম মানতাশার অভিনয় এবার ‘লাল টিপ’ অভিনেতা মামনুন ইমনের সঙ্গে। চ্যাম্পিয়ন পরবর্তী মানতাশার প্রথম কাজ নায়ক রিয়াজের সঙ্গে। ফেরদৌস হাসান রানার পরিচালনায়।

Reneta June

দুই লাক্স চ্যানেল আই সুপারস্টারকে নিয়ে কাজ প্রসঙ্গে তুহিন হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, দুজনেই আগামীর সম্ভাব্য তারকা। নাবিলার সঙ্গে কাজ হল। মনে হলো শেখার ইচ্ছাটা প্রবল। আর মিম মানতাশাতো রানা ভাইয়ের সঙ্গে তাহসান ভাইয়েল বিপরীতে ইতিমধ্যে কাজ করেছে। আমার সঙ্গেও অভিজ্ঞতা ভালো হবে বলে বিশ্বাস করি।’

দুটো নাটকই প্রচার হবে চ্যানেল আইতে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View