চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদে ইভানের ‘ভুল সময়’

ঈদকে সামনে রেখে একের পর এক গান ভিডিও প্রকাশের প্রস্তুতি দেখা যাচ্ছে। তারই সূত্র ধরে শিগগির প্রকাশিত হতে যাচ্ছে নতুন শিল্পী আফনান ইভানের একটি গান ভিডিও। গানটির নাম ‘ভুল সময়’।

সময়ের নতুন কণ্ঠশিল্পী হলেও এরআগে মুখোশের আড়ালে সহ বিভিন্ন নাটকের টাইটেল ও মিউজিক ভিডিওতে ইভানের গান শোনা গেছে। তার গাওয়া পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে অস্তিত্ব, তোমার নামে, হারিয়ে যাওয়ার ভয় এবং তুমি আমার।

Bkash

আসছে ঈদে ইভানের একক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে বিলাসি মাল্টিমিডিয়ার ব্যানারে। যার প্রযোজনা ও পরিচালনা করছেন ইমরান হোসেন মিশু ও ইয়াসিন বিন আরিয়ান।

গান ভিডিওতে মডেল হয়েছেন রিয়ান খান ও আইরিন ইরানি। আশাবাদ ব্যক্ত করে শিল্পী বলেন, ‘আশা করি নতুন আঙ্গিকের এই গানটি দর্শকমনে জায়গা করে নিবে।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View