‘ইউ হ্যাভ টু শাট ইউর মাউথ অফ!’
এই সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হলেও অভিনয়েই নজর কেড়েছেন সবার। আলো আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে জীবনের আট বছর কেটে গেলো তার। এই সময়ের অভিজ্ঞতার গল্পগুলো চ্যানেল আই অনলাইনের পাঠক-দর্শকদের জন্য বলে গেলেন তিশা। দেখুন ভিডিওতে।