আল-কায়েদার সাথে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করেছে ইতালি পুলিশ। প্রসিকিউটর জানিয়েছে, তারা একসাথে বড় কোনো আক্রমণেরই পরিকল্পনা করছিলো।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা সারদিনিয়াতে মিলিট্যান্ট রিংয়ের খোঁজ পেয়েছেন। এক আত্নঘাতী হামলাও তারা সারদিনিয়াতে চালাবে বলে খবর ছিলো তাদের কাছে।
খবরে আরো বলা হয়েছে, ২০০৯ সালে পাকিস্তানের পেশোয়ারে মার্কেটে বোমা হামলার ঘটনাও তারা ঘটিয়েছিলো।
এদের মধ্যে দুজন ওসামা বিন লাদেরকে নিরাপত্তা দিয়েছিলো বলেও জানিয়েছে সূত্র।