চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আফগান নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করায় মালালা’র উদ্বেগ

তালেবানরা আফগান নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করায় উদ্বেগ প্রকাশ করেছে নোবেল পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই।

এনডিটিভি জানিয়েছে, এক টুইট বার্তায় তালেবানের জারি করা নতুন এই ডিক্রি নিয়ে তার সংশয় প্রকাশ করেছেন।

Bkash July

সেই টুইট বার্তায় তিনি বলেন, ‘তালেবানরা আফগানিস্তানের সমস্ত জনজীবন থেকে মেয়ে এবং নারীদের বাদ দিয়ে দিতে চাইছে। তাদের পরিবারের পুরুষ সদস্য ছাড়া ভ্রমণ করার ক্ষমতা অস্বীকার করা, তাদের মুখ এবং শরীর সম্পূর্ণরূপে ঢেকে রাখতে বাধ্য করার মাধ্যমে তারা চাইছে মেয়েদের স্কুল এবং নারীদের কাজের বাইরে রাখতে।’

লাখ লাখ নারী ও মেয়েদের মানবাধিকার লঙ্ঘনের জন্য তালেবানদের জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

Reneta June

মালালা বলেন, ‘তালেবানরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে বলে আমাদের আফগান নারীদের প্রতি আমাদের উদ্বেগ কমানো যাবে না। এমনকি এখনও, নারীরা তাদের মানবাধিকার এবং মর্যাদার জন্য লড়াই করার জন্য রাস্তায় নামছে – আমরা সবাই এবং বিশেষ করে মুসলিম দেশগুলোকে তাদের সঙ্গে দাঁড়াতে হবে।’

এর আগে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস গত রোববার আফগান নারীদের মাথা থেকে পায়ের পাতা ঢেকে রাখতে বাধ্য করার তালেবানের একটি সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন।

ISCREEN
BSH
Bellow Post-Green View