চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আজ চ্যানেল আইয়ের পর্দায় ‘কৃষকের ঈদ আনন্দ’

চ্যানেল আইয়ের ঈদ আনন্দ আয়োজনে প্রতিবারের মতো এবারের ঈদেও ‘কৃষকের ঈদ আনন্দ’। এ অনুষ্ঠানটি দেখতে আজ (বুধবার) চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ আয়োজন করা হয়েছে মানিকগঞ্জ জেলার জয়মন্টপে।

বাংলা চলচ্চিত্রের গোড়ার দিকে ’৫০, ’৬০, ’৭০ ও ’৮০’র দশকে কৃষিজীবী, নদীমাতৃক বাংলাদেশের চেহারা ক্যামেরায় তুলে আনার ক্ষেত্রে এই জেলাটিই ছিল অনন্য। এখানে চিত্রধারণ করা হয়েছে অসংখ্য বাংলা চলচ্চিত্রের। সবগুলি বিষয় থাকবে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ফোক সম্রাজ্ঞী মমতাজের গান। এছাড়াও বালিশ খেলা, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা, নৌকা বাইচ, কাবাডি, হাড়িভাঙ্গা এবং ট্রাক্টর ঘোড়ানোর মতো খেলা থাকবে এবারের আয়োজনে।