বিজ্ঞাপন
মুম্বাইতে আসার আগে দিল্লিতেই বড় হয়েছেন শাহরুখ খান। পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও তিনি ছিলেন বেশ ভালো। বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন স্কুল জীবনের মজার অভিজ্ঞতা।
শাহরুখকে নিয়ে তৈরি করা হয়েছিল ‘দ্য ইনার ওয়ার্ল্ড অফ শাহরুখ খান’ নামের এক ডকুমেন্টারি। ২০১৬ সালে প্রকাশিত সেই ডকুমেন্টারিতে অভিনেতাকে দেখা গিয়েছে স্কুলে ফিরে যেতে, দর্শকদের স্কুল ঘুরিয়ে দেখাতে। সেখানেই একজন শাহরুখকে মনে করিয়ে দিয়েছেন দিল্লির আরেক বিদ্যালয় মডার্ন স্কুলের সঙ্গে ঝামেলার কথা। বলছেন, ‘মনে আছে মডার্ন স্কুলের ছেলেদের দাঁত ভেঙে দিয়েছিলেন?’। এই প্রশ্নে হেসে দেন শাহরুখ।
২০১৮ সালে ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, স্কুলে তার ডাক নাম ছিল ‘মেইল গাড়ি।’ কারণ, তিনি খুব জোরে দৌড়াতে পারতেন। শাহরুখের সামনের চুলগুলো সবসময়ে দাঁড়িয়ে থাকতো, এটাও ছিল এই নামের পেছনে আরেকটি কারণ।
শাহরুখ আরও জানান, তিনি শিক্ষকদের খুব বিরক্ত করতেন। দুষ্টু শাহরুখ স্কুলে প্রায়ই অজ্ঞান হওয়ার অভিনয় করতেন।
বিজ্ঞাপন