ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরে জিম্বাবুয়ে সফরেও অপ্রতিরোধ্য সাউথ আফ্রিকা। দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথমটিতে ৩২৮ রানে জয়ের পর দ্বিতীয়টিতেও ধারাবাহিক প্রোটিয়ারা। ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডারের রেকর্ড গড়া ৩২৭ রানে ভর করে প্রথম ইনিংসে ৬ শতাধিক রানের পাহাড়সম সংগ্রহ পায় সফরকারী দল। আর তাতেই বিধ্বস্ত জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ইনিংস ও ২২৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা।
বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাটে নেমে ১১৪ ওভারে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে নেমে প্রথম ইনিংসে নেমে ৪৩ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅন এড়াতে না পারায় দ্বিতীয় ইনিংসে নামে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের দ্বিতীয় ইনিংস থামে ২২০ রানে।
১ উইকেটে ৫১ রানে তৃতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে দিনের খেলার দুই সেশন শেষের আগেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ব্যাটারদের মধ্যে ৫৫ রান করেন নিক ওয়েলচ। ক্রেগ আরভিন ৪৯ রান এবং কাইতানো করেন ৪০ রান।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের মধ্যে কোরবিন বোশ ৪ উইকেট নেন। সেনুরান মুথুসামী নেন তিন উইকেট। কোডি ইউসুফ উইকেট নেন দুটি।
এর আগে টসে হেরে ব্যাটে নেমে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। মুল্ডারের ৩৬৭ রানের পাশাপাশি ডেভিড বেডিংহ্যামের ব্যাট থেকে এসেছে ৮২ রান। ৭৮ রান করেন লুইন ড্রে প্রিটোরিয়াস। এছাড়া কাইল ভেরেইনা করেন ৪২ রান।
রোডেশিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন তানাকা চিভাঙ্গা ও কুন্দাই মাটিগিমু।
জবাবে নেমে রোডেশিয়ানরা ৪৩ রানে ১৭০ রানে থামে। সর্বোচ্চ ৮৩ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। বাকিদের মধ্যে ২৫ রান করেন ওয়েসলি মাধেভেরে।
প্রোটিয়াদের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন প্রেনেলান সুবরায়েন। উইয়ান মুল্ডার ও কোডি ইউসুফ নেন দুটি করে উইকেট।








