যুবরাজ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। আসছে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-এর বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে এই খবর।
টি সিরিজের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে যুবরাজের বায়োপিক ঘোষণা করে লেখা হয়, ‘২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের গল্প খুব জলদি বড় পর্দায় আসতে চলেছে।’
দুই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল ক্রিকেটার যুবরাজ সিং। মাঠে যেমন তার চার- ছক্কার কৃতিত্ব রয়েছে, তেমনই মাঠের বাইরে তিনি ক্যানসারজয়ী যোদ্ধা। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগে, তবুও থাকেন আলোচনায়।
যুবরাজ সিং-এর ক্যারিয়ার দেখানো হবে সিনেমায়। সাথে থাকবে ব্যক্তিগত জীবনের ছাপও থাকবে। থাকবে ক্যানসারকে হারিয়ে ফিরে আসার গল্পও। মূল চরিত্রে কে থাকছেন, তা এখনও জানা যায়নি।
Relive the legend’s journey from the pitch to the heart of millions—Yuvraj Singh’s story of grit and glory is coming soon on the big screen! 🎬#SixSixes@yuvstrong12 @ravi0404#BhushanKumar #KrishanKumar @shivchanana @neerajkalyan_24 #200NotOutCinema @TSeries pic.twitter.com/53MsfVH476
— T-Series (@TSeries) August 20, 2024
সূত্র: হিন্দুস্তান টাইমস









