সম্প্রতি হয়ে গেল ফুটবলারদের ব্যক্তিগত পুরস্কারের সম্মানজনক আসর ব্যালন ডি’অরের অনুষ্ঠান। জিতেছেন স্পেন ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। উদীয়মান তরুণ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার ডিফেন্ডার পাউ কিউবারসি বলছেন, ইয়ামাল একদিন ব্যালন ডি’অরও জিতবেন।
অনূর্ধ্ব-২১ এর আগে মাত্র ১৭ বর্ষী ইয়ামাল জিতেছেন সবচেয়ে কম বয়সে ‘কোপার শিরোপা’। ব্যালন ডি’অরের তালিকায় অষ্টম হয়েছেন এবার।
এ নিয়ে আরেক ১৭ বর্ষী কিউবারসি বলেছেন, ‘এখন সবাই দেখেছে সে কেমন, কিন্তু আমি তাকে জানি অনেক বছর আগে থেকে। আমার মনে হয় তার ব্যালন ডি’অর জেতার ক্ষমতা আছে। তার প্রচুর আত্মবিশ্বাস রয়েছে যা আমাদের খুশি করে। প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য এটা কঠিন। আপনি বুঝতেই পারবেন না তার থেকে কী আসতে চলেছে।’
লা লিগায় সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড রয়েছে ইয়ামালের। সবচেয়ে কম বয়সে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের রেকর্ডও তার।









