লামিন ইয়ামাল, স্পেন ও বার্সেলোনা দলের কৈশোর না পেরনো ওয়ান্ডারবয়। ক্লাব ও জাতীয় দলে খেলে ইতিমধ্যে কয়েকটি শিরোপাও জিতেছেন। ১৬ বর্ষী উঠতি তারকা এবার আদর্শ মেসিকে অনুসরণ করে গোল্ডেন বয়’র শিরোপা জিততে চান।
১৬ বছর বয়সে ‘দ্য ইয়াংগেস্ট’ অনার ইন ২০২৩ জেতার পর ইয়ামাল জানালেন, ‘এটা একটি গুরুত্বপূর্ণ সম্মাননা। আন্তর্জাতিক পর্যায়ে এটা আমি প্রথম জিতলাম। আমি আসল পুরস্কার জিততে চাই, যার মূল্য সবচেয়ে বেশি। আমি এটা সম্পর্কে জানি, দেখেছি এটা কে জিতেছেন। এমনকি মেসি এবং আমার নাম একই তালিকায় দেখতে চাই। এখন বা পরে, আমি সেটা তুরিনে দেখতে চাই, বিশ্বাস করেন।’
‘মেসি আমার আদর্শ। সেটা সবসময় থাকবেন। তিনি আমাকে অনুপ্রাণিত করেন। আমার আর কোনো আদর্শ নেই। একবার আমি তার সাথে ছবি তুলেছিলাম। তখন পরিচিত ছিলাম না। সম্ভবত একদিন আমিও তার মতো হবো।’
মর্যাদাপূর্ণ ইয়াংগেস্ট শিরোপা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের দেয়া হয়। ২০০৫ সালে যা উঠেছিল আর্জেন্টাইন মহাতারকা মেসির হাতে। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকেই অনুসরণের কথা বলেছেন ইয়ামাল।








