মেয়েদের আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর শুরু হবে আগামী বছর। টুর্নামেন্ট শুরুর আগে ৯ ডিসেম্বর হতে চলেছে খেলোয়াড়দের নিলাম। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের দুই ক্রিকেটার।
শনিবার নারী আইপিএলের দ্বিতীয় মৌসুমের ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তালিকায় ভারতের ১০৪ জনসহ মোট ১৬৫ জন ক্রিকেটারের নাম প্রকাশ প্রকাশিত হয়। বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন।
আগামী ডব্লিউপিএলে বাংলাদেশ থেকে নাম লেখালেন পেসার মারুফা আক্তার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। দেশের হয়ে দারুণ ছন্দে থাকা দুইজন ক্রিকেটার এবার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। নিলামে মারুফা ও রাবেয়ার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা।
এবার নিলামে সর্বোচ্চ ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন এবং অস্ট্রেলিয়ার কিম গার্থ সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় সারির খেলোয়াড়দের খেলোয়াড়দের মূল্য ৪০ লাখ ভারতীয় রুপি এবং তৃতীয় সারিতে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি ধার্য করা হয়েছে।







