ছবির তিন জনের একজন বাংলা গানের ভীষণ জনপ্রিয় একজন শিল্পী। বিশেষ পশ্চিমবঙ্গের সিনেমায় তার গান মানেই দর্শকের মুখে মুখে! পুরনো এই ছবিতে তাকে কি চেনা যাচ্ছে?
‘অটোগ্রাফ’ ছবিতে গানের মাধ্যমে কলকাতার সিনেমায় পা রাখেন তিনি। এবার কি কিছুটা চেনা লাগছে? হ্যাঁ, ছবিতে মাঝখানের লোকটিই বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পী অনুপম রায়।
গানের জগতে আনুষ্ঠানিকভাবে যিনি ১৪ বছর পূর্ণ করেছেন। ‘অটোগ্রাফ’ ছবিতে গান দিয়েই তার জীবন বদলে দিয়েছে। কারণ এই ছবিতে গানের জন্যই তিনি পেশাগত দিক থেকে সব ছেড়ে সংগীতকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন!
তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। ২০০৪ সালে চাকরির প্রথম দিনের সেই ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই গায়ক।
বাংলা গানের তুমুল জনপ্রিয় এই শিল্পী ছবিটি পোস্ট করে জানান, এটি বিশ বছর আগের আজকের দিনেই তোলা! সঙ্গে জানান, “২০ বছর আগে আজকের দিনে ডিজাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম চাকরি শুরু করি। কলেজ থেকে সবে পাশ করে বেরিয়েছি। মনে হচ্ছে যেন গতকালের ঘটনা।’’ ছবিতে শিল্পীর সঙ্গে দুজন বন্ধু। তাদের কথাও জানান সেই পোস্টে।
বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার অনুপম ভীষণ জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ এর মাধ্যমে বাংলা ভাষাভাষি শ্রোতাদর্শকের মাঝে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে।
২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য ‘ফিল্ম ফেয়ার এওয়ার্ড’ পান। তিনি ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।









