বিদ্যুতের উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহে ঘাটতির প্রধান কারণ গ্যাসের অভাব। আমরা গ্যাসের অর্ডার দিয়েছি। তিন সপ্তাহের মধ্যে গ্যাস আসবে। আশা করছি, এরপর লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।
চাহিদার তুলনায় দুই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশের মানুষ। গরমে লোডশেডিং হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। শিগগিরই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় ডলার ছাড় দেয়া হবে বলেও জানান তিনি।
জানা গেছে, কেবল গ্যাসের অভাবেই ছোট-বড় বিশটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে বড় কয়েকটি কেন্দ্র। সবমিলিয়ে ১৪১টি কেন্দ্রের মধ্যে ৫৩টিই বন্ধ। আর এতেই লোডশেডিং বেড়েছে। আগামী বছর গরম মৌসুমের জন্য এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।









