পহেলা জানুয়ারি থেকে বাংলাদেশে চালু হয়েছে মুঠোফোন নিবন্ধনের নতুন এনইআইআর পদ্ধতি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা আইএমইআই ভিত্তিক এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে। সরকারের লক্ষ্য অবৈধ, নকল বা চোরাই ফোন ব্যবহার, রাজস্ব ফাঁকি ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধ। যদিও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় প্রতিবাদ এবং দোকান বন্ধের মতো কর্মসূচি নিয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব নিশ্চিত করেছেন, চলমান ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে এবং ব্যবহারকারীরা আপাতত ঝামেলার মুখে পড়বেন না। বৈধ হ্যান্ডসেটের ব্যবহার নিশ্চিত করতে এখন নিবন্ধন বাধ্যতামূলক।








