মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হাতে রয়েছে ৪ উইকেট। কাভেম হজের ১০৯ রানে ভর করে প্রায় চারশর কাছে গিয়ে দিন শেষ করেছে রোস্টন চেজের দল।
তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটে নেমে ৮ উইকেটে ৫৭৫ রানের বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক। প্রথম ইনিংসের জবাবে ৬ উইকেটে ৩৮১ রান করে দিনের খেলা শেষ করেছে সফরকারী উইন্ডিজ।
বে ওভাল স্টেডিয়ামে শনিবার ওপেনার জন ক্যাম্পবেল আগের দিনের ৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে, তবে এ দিন আর কোন রান স্কোরবোর্ডে যোগ করার আগেই আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৫৫ রানে শুরু করা ব্র্যান্ডন কিংয়ের ইনিংস থামে ৬৩ রান করে। তাতে ১৫১ বলে গড়া ১১১ রানের জুটি ভাঙে।
এরপর ২৭ রান করা তেভিন ইমলাচকে ফেরান মাইকেল রে। অলিক আথানাজে করেন ৪৫ রান এবং জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে আরও ৪৩ রান। তবে ১৪ চারে ২৫৪ বলে ১০৯ করেছেন হজ অপরাজিত থেকেই দিনের খেলা শেষ করেন। তাকে সঙ্গ দেয়া ফিলিপ অপরাজিত আছেন ১২ রানে। এ জুটিতে আসে ৯৬ বলে ৩০ রান।
কিউইদের হয়ে জ্যাকব ডাফি এবং আজাজ পাটেল নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মাইকেল রে এবং ড্যারিল মিচেল।









