সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার ৫ নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন না হলে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন আদায় করব।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত আমরা নেইনি, তবে সমঝোতার মাধ্যমে এগোব।
পুনরায় জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর সকালে বিমানযোগে সিলেটে পৌঁছালে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি। তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না।









