জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীর নির্বাচনও বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ জুলাই সনদে স্বাক্ষরের পর তিনি এক ভাষণে এ কথা বলেন।
এর আগে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ঐকমত্য কমিশনের যাত্রা শুরুর সময় কতদূর ঐকমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয়ের কথা উল্লেখ করেন, কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন।
মুহাম্মদ ইউনূস বলেন, ঐকমত্যে কমিশনে যে সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো “আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা দেখেছেন, টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল, কীভাবে তারা যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুনতে পেয়েছে শুধু না, তারা অংশগ্রহণ করতে পেরেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক-বিতর্ক করেছে”।
এই সনদ শুধু দেশের জন্য না পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, কীভাবে ঐক্যমত্যে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত থাকবে ।









