২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ এর শীর্ষ স্থান অধিকার করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন ভারতীয় মানুষী চিল্লার। যার পাঁচ বছর পর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন তিনি।
প্রথম ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েও খুব একটা সুবিধা হয়নি! কারণ, বক্স অফিসে ছবিটি চূড়ান্ত ফ্লপ! যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মোট বাজেট ১৭৫ কোটি টাকা থাকলেও মুক্তির পর বক্স অফিস থেকে মাত্র ৯০ কোটি টাকা আয় করে!
এরপর অভিনয় থেকে অল্প সময়ের জন্য বিরতি নেন মানুষী। তারই মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিনি।
মানুষী বলেন, ‘‘আমি যখন প্রথম অভিনয়ে এসেছিলাম তখন সকলে আমায় বলেছিলেন আমি শুধু বিউটি কুইন, অভিনয় জানি না। সুতরাং আমাকে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে।’’ কারণ বলিজগতের একাংশের ধারণা রয়েছে যে যারা মডেলিংজগত থেকে সরাসরি অভিনয়ে নামেন তাদের অনেক কিছু শিখতে হয়।
মানুষীর মতে, প্রথম ছবি ফ্লপ করলেও তিনি ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে কাজ করে ছবি নির্মাণ প্রসঙ্গে অনেক কিছু শিখেছেন। যা পরবর্তীতে তার ক্যারিয়ারের জন্য অনেক সাহায্য করছে।
এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেক অভিনেত্রীই সৌন্দর্য প্রতিযোগিতা থেকে ফিল্মজগতে এসে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ধারণা করা হয়েছিল সেই তালিকাতে নাম লেখাবেন মানুষীও।
কিন্তু মানুষীর ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খেয়ে কিছুটা স্থবির তিনি। পর্যবেক্ষণ করছেন! যদিও সেই কারণে অভিনয় ছেড়ে দেননি তিনি। বরং নিজেকে পরিণত করে আরও কয়েকটি হিন্দি ছবি নিয়ে পর্দায় ফেরার অপেক্ষায় আছেন।
শোনা যাচ্ছে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে মানুষীকে। এ ছাড়া জন আব্রাহমের সঙ্গে ‘তেহরান’ ছবিতে এবং বরুণ তেজের সঙ্গে ‘অপারেশন ভ্যালেন্টাইন’-এ দেখা যাবে তাকে।







