পরিবারে নতুন অতিথি আসার খবর দিলেন বিক্রান্ত ম্যাসি। বুধবার (৭ ফেব্রুয়ারি) পুত্র সন্তানের বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ তারকা।
সামাজিক যোগযোগ মাধ্যমে নিজেই সুখবর জানিয়েছেন বিক্রান্ত। তার স্ত্রী অভিনেত্রী শীতল ঠাকুরও খবরটি শেয়ার করেছেন।
ছেলের ছবি প্রকাশ্যে না আনলেও একটি কার্ড শেয়ার করেছেন তারা। তাতে লেখা, ‘৭.০২.২০২৪- আমরা এক হলাম। আমাদের ছেলের আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দ ও ভালোবাসায় উচ্ছ্বসিত। ভালোবাসা, শীতল আর বিক্রান্ত।’
ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন শীতল আর বিক্রান্ত। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল সামাজিক বিয়ে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিক্রান্ত ঘোষণা করেছিলেন যে তিনি এবং শীতল তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। অবশেষে এই দম্পতির কোল আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। বিক্রম ও শীতলকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহশিল্পীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস







