সব ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত যুক্তরাষ্ট্র
অংশগ্রহণমূলক গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে না পারলে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে; এমনটা মনে করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর। ডোনাল্ড লু’র ঢাকা সফর বিশ্লেষণ করতে গিয়ে এই কূটনীতিক বলেন, সব ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকা যুক্তরষ্ট্রের সমস্যা শুধুই রাজনীতি নিয়ে। তার মতে, র্যাবের কার্যক্রমে সন্তুষ্ট হলেও আসন্ন নির্বাচন, অংশগ্রহণমূলক গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুতে নিজেদের পরিষ্কার বার্তা দিয়ে গেছেন ডোনাল্ড লু।