সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।
কানাডা-ভারত সম্পর্ক তলানিতে। কানাডার ভিতরে ভারতীয় এজেন্টদের অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে কানাডা। সেই পরিপ্রেক্ষিতেই ভারতকে কানাডার অভিযোগকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডা যে অভিযোগ এনেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যেন সেই অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বিষয়টি কানাডার। ফলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেছেন, ক্যানাডার তদন্তে ভারতের সহযোগিতা করা উচিত। এখনও পর্যন্ত তারা তা করেনি, বরং উল্টো পন্থা অবলম্বন করেছে।
সোমবার কানাডা অভিযোগ করেছিল, তাদের দেশে শিখ সম্প্রদায়ের একটি বিশেষ অংশের উপর আগ্রাসন চালাচ্ছে ভারত। শুধু তা-ই নয়, গত বছর কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছিল ভারতীয় এজেন্টরা। অভিযোগ, এই নিজ্জর বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থি।
কানাডা জানিয়েছে, তাদের কাছে প্রমাণ আছে যে, ভারতীয় এজেন্টরা এর সঙ্গে যুক্ত। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ভারতীয় রাষ্ট্রদূতসহ একাধিক কূটনীতিককে দেশের ফেরার নির্দেশ দেয় কানাডা। ভারতও পাল্টা কানাডার কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেয়।
মার্কিন মুখপাত্র জন কিরবি বলেছেন, ভারত একটি তদন্ত কমিটি পাঠিয়েছিল। এর থেকে প্রমাণ হয় যে, তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছে।









