বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনে অনিয়ম সংক্রান্ত টিআইবিসহ অন্যান্য পর্যবেক্ষকদের রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
গতকাল ১৮ জানুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, রিপোর্ট বলছে; বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় এবং হাজার হাজার বিরোধী সদস্যকে কারারুদ্ধ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে? এর আগে আপনি আপনার বক্তব্যে উল্লেখ করেছেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।
জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের রিপোর্ট নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা অন্যান্য পর্যবেক্ষকদের মতোই মতামত জানাচ্ছি যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সকল দল অংশগ্রহণ না করায় আমরা দুঃখিত। আমরা নির্বাচনের সময় এবং এর পরবর্তী মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানাই।
তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। আমরা সকল পক্ষকে রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।







