টেনিস ভক্তদের জন্য চলতি বছরের ইউএস ওপেনে প্রথমবার চালু করা হয়েছে থ্রিডি ফিচার ও ধারাভাষ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। টেনিসপ্রেমীরা দেখতে পারবেন বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের থ্রিডি কার্টুন। যেখানে সুযোগ থাকবে একজন এআই প্রশিক্ষিত ধারাভাষ্যকারের সাথে বার্তা আদান প্রদানেরও।
এবারের আসর এমন প্রযুক্তির সাহায্যে বাস্তবের ম্যাচগুলোকে অ্যানিমেটেডে রূপান্তরিত করা হয়েছে।
একটি চ্যাটবটের ফিচারে এমনকিছু নিয়ে আসা হয়েছে যেখানে ম্যাচগুলোকে নাটকীয়তার রূপ দেয়া হয়েছে।
সংস্করণটি যখন সম্মুখে আসে, এটি মোবাইল স্ক্রিনে আসতে সময় নিয়েছিল এক মিনিটেরও বেশি।
আইবিএম স্পোর্টস এবং বিনোদনের কারিগরি প্রোগ্রাম ব্যবস্থাপক টেইলর সিডেল জানিয়েছেন, থ্রিডি ফিচারটি খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে অফিসিয়াল অ্যাপটি বানানো হয়েছে।
যদিও সবাই এমন ডিজিটাল আবিষ্কারের প্রশংসা না করলেও ওপেনটির একজন নিয়মিত দর্শক সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমার কাছে তেমন ভালো লাগেনি। খানিকটা অদ্ভূত। এটা সত্যিও নয়।’









