লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা তারকা ডিয়েগো জোতা এবং তার ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সকালে পর্তুগীজ ভাইদ্বয়ের মৃত্যুতে শোকাহত ফুটবলবিশ্ব। কিংবদন্তিরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
লিভারপুল কিংবদন্তি স্টান কলিমুর বলেছেন- ‘আমি নিশ্চিত যে, ফুটবল পরিবারের অনেকের ২৮ বর্ষী ডিয়েগো জোতার মৃত্যুর খবরে গভীর শোক, দুঃখ এবং অবিশ্বাসের অনুভূতি জন্মেছে। তিনি সদ্য বিবাহিতও। তার পরিবার, বন্ধুবান্ধব এবং লিভারপুল ফুটবল ক্লাবের সকলের প্রতি আমার গভীর সমবেদনা। এটি একটি ভয়াবহ ঘটনা।’
লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারেঘার বলেছেন- ‘ডিয়েগো জোতার দুঃখজনক খবরে একেবারেই মর্মাহত। তার স্ত্রী রুট এবং তাদের তিন সন্তানের প্রতি সমবেদনা।’
ইংল্যান্ড ডিফেন্ডার গ্যারি নেভিল বলেছেন- ‘ডিয়েগো জোতা ও তার ভাইয়ের মৃত্যুর খবর হৃদয় বিদারক। তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও সমবেদনা।’
ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় অ্যালান শিয়েরার শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘হৃদয় বিদারক খরব।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার লিখেছেন- ‘এটা বিধ্বস্তকর একটি খবর। আমি নিশ্চিত যে, সবার পক্ষে বলছি, আমাদের প্রথম চিন্তাভাবনা হবে তার পরিবার এবং বিশেষ করে তার বন্ধুদের পাশে থাকা।’
শোকাহত পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। শোক প্রকাশ করে বলেছেন, ‘পর্তুগালের নাম অত্যন্ত সম্মানিতকারী ক্রীড়াবিদ ডিয়েগো জোতা এবং তার ভাইয়ের মৃত্যুর খবর অপ্রত্যাশিত এবং দুঃখজনক। আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এটি ফুটবল এবং জাতীয় ও আন্তর্জাতিক খেলার জন্য একটি দুঃখের দিন।’
উয়েফা জোতার মৃত্যুতে লিখেছে, ‘ইউরোপীয় ফুটবলের পক্ষ থেকে, পর্তুগালের এবং লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ, এই হৃদয়বিদারক ক্ষতিতে সকলের প্রতি আমাদের সমবেদনা।’









