পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে পরিচালিত ভারতীয় অভিযান ‘অপারেশন সিন্দুর’ বিষয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন দুই শীর্ষস্থানীয় নারী অফিসার। ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশির এই যৌথ ব্রিফিং শুধু একটি সামরিক বার্তা নয় বরং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বার্তাও বহন করে।
এনডিটিভি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে চালানো হয় মোট ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা। এর ফলে ৭০ জন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছে বলে সরকারি সূত্র দাবি করেছে।
ব্রিফিংয়ে জানানো হয়, এই হামলার লক্ষ্য ছিল একমাত্র সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র, কোনও সামরিক স্থাপনা নয়।
পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বক্তব্যের পর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পাকিস্তানে কোনও সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। নয়টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, ভারত তার প্রতিক্রিয়ায় যথেষ্ট সংযম দেখিয়েছে। কিন্তু যদি পাকিস্তান আবারও সীমানা লঙ্ঘন করে বা উত্তেজনা বাড়ায়, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।
ব্রিফিংয়ে নারী অফিসারদের উপস্থিতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। নামকরণ থেকেই প্রতীয়মান — ‘অপারেশন সিন্দুর’ শুধু একটি সামরিক অভিযান নয়, বরং স্বামী হারানো ভারতীয় নারীদের প্রতি শ্রদ্ধা এবং আত্মশক্তির এক প্রতীক। এমন প্রেক্ষাপটে মহিলা অফিসারদের সামনে এনে ভারত এক দৃঢ় বার্তা দিয়েছে — যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নারী নেতৃত্বও এখন সামনে।
উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় বিমানবাহিনীর একজন বিশিষ্ট হেলিকপ্টার পাইলট। তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পস-এ যোগদান করেন এবং পরে তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সম্পন্ন করেন। তিনি ২০১৯ সালের ১৮ ডিসেম্বর স্থায়ী কমিশন লাভ করেন। তিনি জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের মতো উচ্চ-উচ্চতা অঞ্চলসহ ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং ভূখণ্ডগুলোতে ‘চেতক’ এবং ‘চিতা’-এর মতো হেলিকপ্টার পরিচালনা করেছেন।
অন্যদিকে, কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন সম্মানিত কর্মকর্তা। তিনি পুনেতে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার যিনি ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন- যা ভারতের মাটিতে পরিচালিত সবচেয়ে বড় বিদেশী সামরিক মহড়াগুলোর মধ্যে একটি।









