জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানান।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মাহমুদ উল্লেখ করেন, তিনি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছেন। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি এমন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে চান না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন।
তিনি আরও দাবি করেন, বিষয়টি নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সংশোধনীমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে।
রাজনীতি ও আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গাজীপুর-৩ আসনে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম তাকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। আসন্ন নির্বাচনে তার ভূমিকা নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের বলেন, “গণমাধ্যম মারফত তাদের পদত্যাগের ঘোষণা জেনেছি। আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, যা তদন্ত ও পর্যালোচনার পর্যায়ে ছিল। আমরা সব সময় নিরপেক্ষভাবে সহযোগিতা করব বলে জানিয়েছি। এই অবস্থায় দলের সঙ্গে আলোচনা না করেই হঠাৎ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে। এটি পরায়ণপর মনোভাবের বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয়েছে।”









