প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। সিরিয়ার নতুন প্রশাসন যদি এই ধরনের সহায়তা চায়, তাহলে তাদের সামরিক প্রশিক্ষণ দিতেও তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার।
রয়টার্স জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার এক সংবাদ সম্মেলনে ইয়াসার গুলার বলেন, তাদের (বিদ্রোহী) প্রথম বিবৃতিতে আসাদের পতন ঘটানো নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে, তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সম্মান করবে। আমরা মনে করি যে, নতুন প্রশাসন কী করে তা আমাদের দেখা দরকার এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার।
তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কি-না জানতে চাইলে গুলার বলেন, অনেক দেশের সঙ্গেই আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি আছে। সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে তুরস্ক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।
জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকাজুড়ে অন্তত চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক। দেশটি বর্তমানে উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ এবং জারাব্লুস এবং উত্তর-পূর্বাঞ্চলের রাস আল আইন ও তেল আবিয়াদসহ অন্যান্য কয়েকটি শহরে কয়েক হাজার সৈন্য মোতায়েন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।









